চট্টগ্রাম নগরের স্টেশন রোডে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আজ সোমবার সকালে আগুন লাগে। সকাল পৌনে নয়টার দিকে হঠাৎ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
চট্টগ্রামে সৈকত বার ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড

মোট দেখেছে :
94




চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে ওয়্যারলেস অপারেটর খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সকাল পৌনে ১০টার দিকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে পুরোপুরি নির্বাপণ নিশ্চিত করতে এখনও কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস সদস্যরা। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত আছেন।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট একই রেস্তোরাঁয় লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছিল। পরে সংস্কারের মাধ্যমে আবার নতুন করে চালু করা হয়েছিল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্ট।