রাশিয়ার জ্বালানি স্থাপনায় ইউক্রেনের টানা হামলা, পেট্রলের দামে রেকর্ড বৃদ্ধি

মোট দেখেছে : 130
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার ও জ্বালানি স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলা বেড়ে যাওয়ায় দেশটিতে পেট্রলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। দাম নিয়ন্ত্রণে রাখতে রুশ সরকার পেট্রল রপ্তানি নিষিদ্ধ করলেও বাজারে চাপ কমেনি।

সিএনএনের তথ্যমতে, শুধু আগস্ট মাসেই অন্তত ১০টি গুরুত্বপূর্ণ রুশ জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে। এসব শোধনাগার বছরে প্রায় ৪ কোটি ৪০ লাখ টন জ্বালানি উৎপাদন করে, যা রাশিয়ার মোট সক্ষমতার ১০ শতাংশেরও বেশি।

ভলগোগ্রাদের লুকওয়েল শোধনাগার ও সারাতভের বড় শোধনাগারও সাম্প্রতিক হামলার শিকার। হামলার পর সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং কিছু স্থানে আগুন কয়েক দিন ধরে জ্বলতে থাকে।

সরকারি ভর্তুকি থাকা সত্ত্বেও পেট্রলের পাইকারি দাম শুধু আগস্টেই প্রায় ১০ শতাংশ বেড়েছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত বৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় ৫০ শতাংশে। বিশেষ করে রাশিয়ার দূর–পূর্বাঞ্চলে এর প্রভাব বেশি পড়ছে।

ক্রিমিয়া ও কয়েকটি অঞ্চলে পেট্রল সংকট দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, সরবরাহব্যবস্থার সমস্যা এর জন্য দায়ী। তবে ইউক্রেনপন্থী গোষ্ঠী মনে করছে, এই পরিস্থিতি রাশিয়ার অর্থনীতিতে ড্রোন হামলার সরাসরি প্রভাব।

জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান এনইএফটি রিসার্চের কর্মকর্তা সের্গেই ফ্রোলভ জানিয়েছেন, দ্রুত দাম কমার সম্ভাবনা নেই। অন্তত আরও এক মাস বাজার অস্থিতিশীল থাকবে।