ইতালিতে খুন বাংলাদেশি তরুণ সাগর, ভেঙে পড়েছে পরিবার

মোট দেখেছে : 36
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের সাগর বালা (২১) ইতালিতে খুন হয়েছেন। এ খবর পাওয়ার পর ভেঙে পড়েছে তাঁর পরিবার। নিহত সাগরের মা রত্না বালা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘একটাই ছেলে আমার, ও ছাড়া কেমনে বাঁচব?’

আড়াই বছর আগে অবৈধ পথে লিবিয়ার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যান সাগর। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ করছিলেন তিনি। পরিবার জানায়, সাগর নিয়মিত টাকা পাঠিয়ে সংসারের খরচ চালাতেন। কিন্তু ১৮ সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে ২৩ সেপ্টেম্বর ইতালির পুলিশ খণ্ডিত মরদেহ উদ্ধার করে।

সাগরের বাবা কুমোদ বালা অভিযোগ করেন, ইতালিতে তাঁর ঘনিষ্ঠ বন্ধুরাই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। তিনি বলেন, “ছেলেকে ইতালি পাঠাতে জমিজমা বিক্রি করেছি। এখন আর কিছুই রইল না।”

সাগরের বোন কাকলি বালা কান্নাজড়িত কণ্ঠে জানান, দুর্গাপূজার আগে ভাইয়ের মৃত্যুর সংবাদে সব আনন্দ শেষ হয়ে গেছে।

রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করা হবে।