এসপি অফিসেই ধরা খেলেন হত্যা মামলার আসামি বাচ্চু মিয়া

মোট দেখেছে : 144
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে তদবির করতে এসে গ্রেপ্তার হয়েছেন হত্যা মামলার আসামি বাচ্চু মিয়া (৫০)। সোমবার বিকেলে তাঁকে আটক করে সরাইল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাচ্চু মিয়ার বাড়ি সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে। তিনি একসময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। সম্প্রতি ধামাউড়া গ্রামের সাবেক ইউপি সদস্য শিরিন আক্তারকে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি প্রধান আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার দুপুরে বাচ্চু মিয়া নিজেই এসপি কার্যালয়ে যান। সেখানে তিনি নতুন মামলাটি মিথ্যা প্রমাণের চেষ্টা করছিলেন। তবে সন্দেহজনক আচরণ দেখে পুলিশ সুপারের নির্দেশে তাঁকে সেখানেই গ্রেপ্তার করা হয়।

শিরিন আক্তার অভিযোগ করেন, বাচ্চু মিয়ার নেতৃত্বে তাঁকে মারধর করা হয়েছে। মামলা তুলে নিতে তাঁকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে, এমনকি নিরাপত্তাহীনতার কারণে তিনি মেয়েকে একা স্কুলে আনানেওয়া করতে পারছেন না। তিনি দ্রুত বিচার দাবি করেছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাচ্চু মিয়ার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।