ফরিদপুরের নগরকান্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ কুদ্দুস মোল্লা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে জয় বাংলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নগরকান্দায় গোল্ডেন লাইন পরিবহনের বাসচাপায় প্রাণ গেল কুদ্দুস মোল্লার

মোট দেখেছে :
82




প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ঢাকা গামী গোল্ডেন লাইন পরিবহনের একটি এসি বাস কুদ্দুস মোল্লাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।