দুই কোটি টাকার বিষ্ণুমূর্তি উদ্ধার, বগুড়ায় র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

মোট দেখেছে : 71
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

বগুড়ার শেরপুর উপজেলায় একটি ঘরের মেঝে খুঁড়ে ১৯০ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সোমবার সকালে আটক ব্যক্তিদের সঙ্গে মূর্তিটিকে শেরপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‍্যাব-১২–এর ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উদ্ধারকৃত মূর্তিটির বাজারমূল্য আনুমানিক দুই কোটি টাকা উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আবুল বাসার (৫৫) এবং সিরাজগঞ্জের রাঙালিয়া এলাকার আল আমিন সরকার (৪৮)।

র‍্যাব জানায়, একটি জুয়েলারি ওয়ার্কশপে পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া গেছে, মূর্তিটি কষ্টিপাথরের তৈরি। প্রাথমিক তদন্তে জানা গেছে, শেরপুরের কুসুম্বি ইউনিয়নের আমইন গ্রামে পুকুর খননের সময় মূর্তিটি পান আবুল বাসার। পরে তিনি সেটিকে ঘরের মেঝের নিচে লুকিয়ে রেখে বিদেশে পাচারের চেষ্টা করছিলেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।