চাপে নয়, অনুরোধে ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ: ফরিদা আখতার

মোট দেখেছে : 194
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, কোনো চাপের কারণে নয়; বরং ধর্মীয় সৌজন্য ও অনুরোধে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এবার এই পরিমাণ অর্ধেকেরও কম।

আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, গত বছর ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানি হয়েছিল, আর এবার অনুমোদন দেওয়া হয়েছে মাত্র ১ হাজার ২০০ টন। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের দাবিতে মধ্যপ্রাচ্যে ১১ হাজার টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ বছর বাজারে ইলিশ কম থাকার কারণ হলো উৎপাদন হ্রাস। চলতি মৌসুমে জুলাইয়ে ৩৭ শতাংশ এবং আগস্টে ৪৭ শতাংশ কম ইলিশ ধরা পড়েছে। তাই দাম বেড়েছে। তবে দেশের কয়েকটি স্থানে সাশ্রয়ী দামে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

ফরিদা আখতার বলেন, কৃষির মতো মৎস্য খাতে প্রণোদনা নেই বললেই চলে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে গবাদিপশুকে এলএসডি রোগমুক্ত করতে চারটি জেলাকে সম্পূর্ণ ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে।

সভায় জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাসসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।