কক্সবাজারে পাহাড়ি বনে মৃত হাতি, রহস্য ঘিরে শঙ্কা স্থানীয়দের

মোট দেখেছে : 84
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

কক্সবাজারের উখিয়ার গভীর পাহাড়ি এলাকায় একটি পূর্ণবয়স্ক পুরুষ বন্য হাতি মৃত অবস্থায় পাওয়া গেছে। আনুমানিক ৩৫ বছর বয়সী এই হাতিটির মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত করতে পারেনি বন বিভাগ। বুধবার দুপুরে উখিয়ার দোছড়ি রফিকের ঘোনা এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, তাঁরা প্রথমে হাতিটির মরদেহ দেখতে পান এবং বিষয়টি বন বিভাগকে অবহিত করেন। স্থানীয়দের দাবি, হাতিটির মুখ থেকে রক্ত বের হচ্ছিল। তাঁদের ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অথবা শিকারিদের আক্রমণে হাতিটির মৃত্যু হতে পারে।

এ বিষয়ে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান জানান, খবর পেয়ে প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়নাতদন্ত করেন। সংগৃহীত আলামত পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে এলে হাতিটির মৃত্যু স্বাভাবিক না দুর্ঘটনাজনিত, তা নিশ্চিত হওয়া যাবে।

বন বিভাগ জানায়, রাতেই মৃত হাতিটিকে তাদের তত্ত্বাবধানে মাটিচাপা দেওয়া হয়েছে। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে, কারণ সম্প্রতি এলাকায় হাতির বিচরণ বাড়লেও এভাবে মৃত হাতি দেখার ঘটনা বিরল।