শারদীয় দুর্গাপূজা ঘিরে ফরিদপুরে নিরাপত্তা জোরদার, মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

মোট দেখেছে : 98
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে ফরিদপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম।

আলোচনায় জানানো হয়, দুর্গাপূজার সময় প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন, বিদ্যুতের পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে পূজা উপভোগের পরিবেশ তৈরি করা হবে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব থানার পুলিশ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল (ভাঙ্গা সার্কেল), জেলা পুলিশের সব থানার অফিসার ইনচার্জ, গোয়েন্দা শাখার কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সাহা, সহসভাপতি তাপস কুমার সাহা, সদর উপজেলা কমিটির সভাপতি সিতাংশু মিত্র কিংকর, পৌর শাখার সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকারসহ স্থানীয় সাংবাদিকরা।

সভায় পুলিশ সুপার আশ্বাস দেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।