দুর্গাপূজার আগে কলকাতায় বাংলাদেশের ইলিশ, দাম শুনে হাঁসফাঁস ক্রেতাদের

মোট দেখেছে : 96
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

কলকাতার মানিকতলা বাজারে আজ বৃহস্পতিবার সকালটা ছিল অন্য রকম। কারণ—বাংলাদেশ থেকে এসেছে বহুল কাঙ্ক্ষিত পদ্মার ইলিশ। খবর ছড়িয়ে পড়তেই বাজারে ভিড় বেড়ে যায়। তবে ভিড়ের তুলনায় মাছ কিনছেন অনেকে কম, কারণ দাম যেন আকাশচুম্বী।

বিক্রেতারা জানালেন, পদ্মার ইলিশের কদর যেমন বেশি, তেমনি দামও অগ্নিমূল্য। খুচরা বাজারে ৭০০ গ্রাম থেকে ১ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ রুপিতে।

পশ্চিমবঙ্গের ফিশ ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানিয়েছেন, বুধবার থেকে ধাপে ধাপে ভারতের বাজারে প্রবেশ করছে বাংলাদেশের ইলিশ। প্রথম দফায় বরিশালের ইলিশ পৌঁছেছে কলকাতার পাতিপুকুর, শিয়ালদহ, বারাসাত ও হাওড়ার পাইকারি বাজারে। সেখান থেকে ছড়িয়ে পড়ছে খুচরা বাজারে।

পাইকারি বাজারে বৃহস্পতিবার ৭০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের মাছের নিলাম হয়েছে ১ হাজার ৫০০ রুপিতে। আর ১ কেজি থেকে দেড় কেজি ওজনের মাছ উঠেছে ১ হাজার ৮০০ রুপিতে। খুচরায় এই দামে আরও ২০০–২৫০ রুপি যোগ হচ্ছে।

খুচরা বিক্রেতাদের দাবি, পরিবহন খরচ, বরফে সংরক্ষণ ও লাভের মার্জিন যোগ করেই বাড়তি দাম নিতে হচ্ছে। তবে তাঁদের আশা, দাম বেশি হলেও বাঙালি ইলিশপ্রেমীরা কষ্ট করে হলেও কিনবেন।

এদিকে জোগানের ঘাটতি থেকেই যাচ্ছে। বাজারে ইলিশ আসছে সীমিত পরিমাণে, একসঙ্গে নয়। ফলে ৫ অক্টোবরের মধ্যে বাংলাদেশ থেকে ঘোষিত ১ হাজার ২০০ টন ইলিশ ভারতে পৌঁছাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আমদানিকারকেরা।