নেত্রকোনায় মানব পাচারচক্রের চেষ্টা ব্যর্থ: চীনা নাগরিকসহ আটক ২, উদ্ধার তিন কিশোরী

মোট দেখেছে : 154
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

নেত্রকোনার কেন্দুয়ায় মানব পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় এক চীনা নাগরিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে পৌরসভার কমলপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তিন কিশোরীকে উদ্ধার করা হয়।

আটকরা হলেন চীনের লি ওই হাও (৩২) এবং কুড়িগ্রামের ফরিদুল ইসলাম (৩৪)। পুলিশ জানিয়েছে, লি সম্প্রতি কেন্দুয়ার এক কিশোরীকে বিয়ে করেন এবং তাঁকে শিগগিরই চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। একইভাবে আরও দুই কিশোরীকেও চীনে নেওয়ার প্রলোভন দেওয়া হয়েছিল। স্থানীয়দের সন্দেহ হলে পুলিশ ও সেনাসদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করে এবং ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করে। ফরিদুলের মোবাইল থেকে বহু কিশোরীর ছবি, পাসপোর্ট, ভোটার আইডি ও অর্থ লেনদেনের তথ্য উদ্ধার করেছে পুলিশ। নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে একটি মানব পাচার চক্রের সঙ্গে জড়িত। বিশেষ করে গ্রামের সহজ-সরল ও দরিদ্র পরিবারের মেয়েদের লক্ষ্য করে পাচারের চেষ্টা চালানো হচ্ছিল।