সর্বজনীন পেনশন স্কিম: কোন কোন ব্যাংকে পাওয়া যাবে ও নিবন্ধন প্রক্রিয়া

মোট দেখেছে : 107
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

দুই বছর আগে চালু হওয়া সর্বজনীন পেনশন ব্যবস্থা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। অবসরজীবনে আর্থিক সুরক্ষার জন্য এই স্কিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে ২৪টি ব্যাংকে সর্বজনীন পেনশন স্কিম চালু আছে এবং খুব শিগগিরই আরও ১৭টি ব্যাংকে এ সেবা পাওয়া যাবে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে মোট ৪১টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সর্বশেষ ১৫ মে নতুন ১২টি ব্যাংকের সঙ্গে এ চুক্তি সম্পন্ন হয়। এখন পর্যন্ত সর্বজনীন পেনশনে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ৩ লাখ ৭৬ হাজারের বেশি।

কোন কোন ব্যাংকে স্কিম পাওয়া যাবে

বর্তমানে ২৪টি ব্যাংকে সর্বজনীন পেনশন স্কিম করা যায়:
সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রাইম ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, এবি ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।

এসব ব্যাংকের শাখা থেকে নিবন্ধন করা যাবে, পাশাপাশি ব্যাংকের নির্ধারিত মোবাইল অ্যাপ ব্যবহার করেও অনলাইনে নিবন্ধন ও চাঁদা জমা দেওয়া সম্ভব।

সর্বজনীন পেনশন স্কিমের ধরন

বর্তমানে চারটি স্কিম চালু রয়েছে:

  • প্রগতি

  • সুরক্ষা

  • সমতা

  • প্রবাস

এর মাধ্যমে কর্মজীবী, অনিয়মিত আয়ের মানুষ ও প্রবাসীরা পেনশন সুবিধার আওতায় আসতে পারবেন।

কীভাবে নিবন্ধন করবেন

  1. ইউপেনশন ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

  2. প্রথমে একটি প্রত্যয়ন পত্রে সম্মতি দিতে হবে যেখানে উল্লেখ থাকবে যে আবেদনকারী কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সুবিধাভোগী নন।

  3. এরপর স্কিম (প্রগতি, সুরক্ষা, সমতা বা প্রবাস) বেছে নিতে হবে।

  4. জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, মোবাইল নম্বর ও ইমেইল দিয়ে তথ্য পূরণ করতে হবে।

  5. একটি ওটিপি (OTP) মোবাইল ও ইমেইলে আসবে, যা দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।

  6. এনআইডি অনুযায়ী ব্যক্তিগত তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। এরপর পেশা, আয়, বিভাগ, জেলা ও উপজেলা নির্বাচন করতে হবে।

  7. মাসিক চাঁদার পরিমাণ ও পরিশোধের ধরন (মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক) নির্ধারণ করতে হবে।

  8. ব্যাংক হিসাবের তথ্য ও নমিনি যুক্ত করতে হবে।

  9. সব তথ্য যাচাই করে সম্মতি দিলে নিবন্ধন সম্পন্ন হবে।

এইভাবে সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হয়ে নিয়মিত চাঁদা জমা দিলে অবসরজীবনে একটি নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।