নাটোরের সিংড়া উপজেলায় মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। নেশার টাকা না পেয়ে ধারালো অস্ত্র নিয়ে বাবার ওপর হামলা করে নিহত হয়েছেন শরিফুল ইসলাম (২৮) নামের এক যুবক। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটে।
নাটোরে নেশার টাকা না পেয়ে বাবার হাতে যুবক খুন !





নিহত শরিফুল ইসলাম ওই গ্রামের কাঠ ব্যবসায়ী শহীদ মোল্লার ছেলে। পারিবারিক কলহ ও নেশার টাকার জন্য নিয়মিত অশান্তি সৃষ্টি করতেন তিনি। ঘটনার পর থেকেই শরিফুলের বাবা শহীদ মোল্লা পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ধারালো হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল দীর্ঘদিন মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে তিনি এলাকায় চুরি, পরিবারের ওপর নির্যাতন এবং নিয়মিত ঝগড়া করতেন। তাকে একাধিকবার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রাখা হলেও পরবর্তীতে তিনি সেখান থেকে ফিরে আসেন। স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন।
গতকাল সন্ধ্যায় শরিফুল নেশার টাকা দাবি করলে বাবা শহীদ মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানান। এসময় শরিফুল ধারালো অস্ত্র দিয়ে বাবার ওপর চড়াও হন। আত্মরক্ষার এক পর্যায়ে শহীদ মোল্লার হাতে থাকা হাঁসুয়ার কোপে শরিফুল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
চামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাবান সরদার বলেন,
“নেশার টাকা না পেলে শরিফুল প্রায়ই উগ্র হয়ে উঠত। শনিবার সন্ধ্যায়ও বাবাকে মারার জন্য তেড়ে আসে। তখন আত্মরক্ষায় বাবা তাকে কুপিয়ে পালিয়ে যান।”
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মমিনুজ্জামান জানান,
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ধারালো হাঁসুয়া জব্দ করা হয়েছে। নিহতের বাবাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।