বাংলাদেশের ব্যান্ড সংগীত জগতে সংযোজন হতে চলেছে তরুণ ব্যান্ড "উদ্ভট" এর প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম। অ্যালবামে একসাথে ১০টি গান রিলিজ করা হবে বলে জানা গেছে। ব্যান্ডটি ২০২৩ সালে যাত্রা শুরু করলেও মাত্র দু’বছরের মাথায় নিজেদের একটি পূর্ণাঙ্গ অ্যালবাম রিলিজ করতে যাচ্ছে। উদ্ভট ব্যান্ডটি নিজেরাই বলছে, “আমরা সাধারণ নই, আমরা উদ্ভট” আর আমাদের সংগীতও কিছুটা ভিন্ন ধাচের।
আগস্টেই প্রকাশ পাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ‘উদ্ভট’-এর প্রথম অ্যালবাম





বাংলাদেশের ব্যান্ড সংগীত জগতে সংযোজন হতে চলেছে তরুণ ব্যান্ড "উদ্ভট" এর প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম। অ্যালবামে একসাথে ১০টি গান রিলিজ করা হবে বলে জানা গেছে। ব্যান্ডটি ২০২৩ সালে যাত্রা শুরু করলেও মাত্র দু’বছরের মাথায় নিজেদের একটি পূর্ণাঙ্গ অ্যালবাম রিলিজ করতে যাচ্ছে। উদ্ভট ব্যান্ডটি নিজেরাই বলছে, “আমরা সাধারণ নই, আমরা উদ্ভট” আর আমাদের সংগীতও কিছুটা ভিন্ন ধাচের। সঙ্গতকারণেই অ্যালবামটির শিরোনাম রাখা হয়েছে "উদ্ভট-১" ব্যান্ডটির সদস্যদের মধ্যে রয়েছেন কাজী হাসিবুল আলম (তানিন) – লিড গিটার, মুদাব্বির হোসেন – ড্রামস, সুদীপ্ত বোস – রিদম গিটার, শাহ জাহান ইসলাম সৌরভ – ভোকাল, জায়েদ বিন ফুয়াদ (আদনান) – বেস গিটার। প্রথম থেকেই ব্যান্ডটি একটি ভিন্নধর্মী ধারা তৈরি করার চেষ্টা করে আসছে। তাদের সংগীতে পাওয়া যাবে রক, হার্ড রক, থ্রাশ মেটাল ও এক্সপেরিমেন্টাল রক ঘরানার সংমিশ্রণ। মিউজিকের মতন গানের লিরিকেও আছে যথেষ্ট বৈচিত্রতা। তারা গানের মাধ্যমে যেমন সমাজের বাস্তবতা তুলে ধরে, তেমনি যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর ভয়াবহতা, মানসিক দ্বন্দ্ব ও একাকীত্বকেও তুলে ধরে গভীরভাবে। ব্যান্ডের ভোকাল সৌরভ বলেন, “আমরা ফরিদপুরসহ পুরো বাংলাদেশকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে চাই, যেকারণে বিশেষ চমক রাখার চেষ্টা করা হয়েছে। প্রতিটি মানুষের নিজ নিজ অবস্থান থেকে দেশের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করার প্রচেষ্টা করা উচিত। আমরা সঙ্গীতকেই সেই পথ হিসেবে বেছে নিয়েছি কারণ এটাই আমাদের ভাষা। ফরিদপুরে থেকেই আমরা প্রমাণ করতে চাই, ভালো সংগীতের জন্য শহরের কেন্দ্রে থাকাটা বাধ্যতামূলক নয়।” উদ্ভটের অ্যালবামে থাকবে ১০ টি মৌলিক গান, যার প্রতিটিই আলাদা আবহে সাজানো। কিছু গান বিদ্রোহী, কিছু গান আত্মবিশ্লেষণমূলক, আবার কিছু গান প্রান্তিক কণ্ঠস্বরকে তুলে ধরবে। লিড গিটারিস্ট তানিন জানান, “আমরা আসলেই উদ্ভট কিছু করার চেষ্টা করেছি। সংগীতের গ্রামারে ফেলে দিয়ে যেটাকে আপনি বাতিল করে দিতে পারেন আবার আপনার মন ও মননের গ্রামোফোনে বাজিয়ে দারুণ উপভোগ করতে পারেন। একদম সরাসরি বাস্তব বিষয় থেকে পরাবাস্তবতা নিয়ে লিরিক এবং উদ্ভট মিউজিক ভালো লাগবে আশা করি।”ড্রামার মোদাব্বির হোসেন বলেন, “আমরা কোনো কনভেনশনাল ফর্মের গানে বাঁধা পড়তে চাইনি। প্রতিটি গানই এই সমাজের ভেতরের এক একটা গল্প।”অ্যালবাম সম্পর্কে বেসিস্ট আদনান হেসে হেসে বলেন “আমরা উদ্ভট, উদ্ভট কিছু না করলে কি আর হয়। কিন্তু এই উদ্ভট কিছুটা হলো ক্রিয়েটিভ আইডিয়া এবং ইমপ্লিমেন্টেশন। যা আমরা ভালোমতন করতে পেরেছি বলেই মনে হয়” “গানে যে কি পরিমাণ উদ্ভট কর্ড স্ট্রাকচার আছে সেটা শুনলেই বুঝতে পারবেন। লিরিক্যাল ডেপথ, মিউজিক্যাল আরেঞ্জমেন্ট শুনে একবার যদি গানের গভীরে ঢুকে যেতে পারেন তাহলে আমাদের কোন গানের জন্যেই মিউজিক ভিডিওর প্রয়োজন আছে বলে মনে করি না ” যোগ করেন সুদীপ্ত। অ্যালবামটি আগষ্টের শেষ সপ্তাহে মুক্তি পাবে সকল ডিজিটাল প্ল্যাটফর্মে। উদ্ভটের ফেসবুক পেজে তারিখ জানিয়ে দেয়া হবে। পাশাপাশি ফরিদপুরে এবং ঢাকায় একটি লাইভ লঞ্চ ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে ব্যান্ডটি তাদের নতুন গানগুলো সরাসরি পরিবেশন করবে। দেশের সংগীতাঙ্গনে নতুন কিছু শোনার আকাঙ্ক্ষা যারা রাখেন, ‘উদ্ভট’ হতে পারে তাদের জন্য সেই বহুল প্রতীক্ষিত বৈচিত্র্যের স্বাদ। ফরিদপুর থেকে উঠে আসা এই ব্যান্ডটি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এখন শুধু অপেক্ষা আগস্ট এর শেষ সপ্তাহের, যখন ‘উদ্ভট’ আমাদের জানিয়ে দেবে—সংগীত শুধু বিনোদন নয়, এটি এক ধরনের বিপ্লবও হতে পারে।